মিরর ডেস্ক : করোনা সংক্রমণ প্রতিরোধে সাত দিনের লকডাউনের চতুর্থ দিন চলছে আজ বৃহস্পতিবার। গত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনা করে আজ পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত আসতে পারে। গত সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
মন্ত্রিপরিষদ সচিব সোমবার সভা শেষে করা প্রেসব্রিফিংয়ে বলেন, পরবর্তী বিধিনিষেধের সিদ্ধান্ত বৃহস্পতিবার দেওয়া হবে। পরবর্তীতে মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কঠোর বিধিনিষেধ বিষয়ে এক-দুই দিনের মধ্যে নতুন নির্দেশনা আসতে পারে।
এদিকে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দেশের সব শপিংমল ও দোকানপাট খুলতে চান বলে বুধবার জানান ব্যবসায়ীরা। তবে তা কোনোক্রমেই সরকারি সিদ্ধান্ত অমান্য করে নয়। সরকারের অনুমতি পেলেই তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে আগামী দিনগুলোতে নতুন কী নিয়ম মানতে হবে তার নির্দেশনা আসতে পারে আজ।
উল্লেখ্য, বুধবার করোনা বিষয়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন। এর আগে মঙ্গলবার এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৬ জন। আর এ দিন শনাক্ত হয়েছেন সাত হাজার ৬২৬ জন। যা দেশে করোনাকালের সর্বোচ্চ শনাক্ত।