মিরর স্পোর্টস : সাকিব আল হাসানের পর এবার আইপিএল খেলতে ভারত যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এই আইপিএল চলাকালীন সময়েই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই সফরের জন্য মোস্তাফিজকে বিবেচনায় রাখা হয়নি। এ কারণেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মোস্তাফিজকে।
সাকিব ইতোমধ্যে আইপিএল খেলতে ভারতে চলে গেছেন। মোস্তাফিজ নিউজিল্যান্ড সফর শেষ করে এসেই ভারতে যাবেন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল।
প্রথম দুই আসরে মোস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। শেষ আসরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান।