বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষকে সম্মানিত করতে এসেছেন। ভারতের প্রধানমন্ত্রী করোনারভাইরাসের সময়ে তার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছেন। আর বিএনপি মৌলবাদীদের নামিয়ে দিয়ে ভুল পথে রাজনীতি করছে। মৌলবাদীদের রাস্তায় নামিয়ে দিয়ে এদেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না।
শনিবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ‘বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উদযাপন উপলক্ষেক্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫-এ সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আব্দুস সবুর, উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ সভাপতি মো. জাফরুল্লা প্রমুখ।
এর আগে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ‘বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শীর্ষক উন্নয়ন মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।