
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : টোলের নামে সড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে তিন দিনের কর্মবিরতিতে যাচ্ছেন জেলার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিকরা। বুধবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি।
আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতারা। চার দফা দাবির বাকি তিনটি হলো- বাংলাদেশ শ্রম আইন ২০০৬, ২০১৩ ও ২০১৭ সালের শিল্প সম্পর্কিত অধ্যাদেশ আইন দ্রুত বাস্তবায়ন করা, চালকের ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ও নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা এবং গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে যত্রতত্র পুলিশি হয়রানি বন্ধ করা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বারবার আমাদের দাবিগুলো নিয়ে শ্রম দপ্তরসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন সদুত্তর পাইনি। যার কারণে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই আন্দোলনের সূচনা। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি আলতাফ হোসেন, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী প্রমুখ।