
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতু নির্মাণের। অবশেষে সেতুটি হলেও, এর পশ্চিম প্রান্তে সড়ক হয়নি। ফলে দাবি পূরণ হলেও, সেতুটি নির্মানের কোনো সুফলই পাচ্ছেন না তারা। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম প্রান্তে সড়ক না থাকায়, তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শৈলান গ্রামের দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে একটি গভীর নালা বয়ে গেছে। এক সময় এই নালার দুই পাড় চওড়া থাকলেও, এখন তা মৃতপ্রায়। গ্রামবাসীকে কষ্ট করে এই নালা পার হতে হতো। বর্ষা মৌসুমে কষ্ট বেড়ে যেত কয়েকগুণ। জনশ্রুতি রয়েছে এই নালা পার হতে গিয়ে কয়েকজন মারাও গেছেন। গ্রামবাসীর দাবির মুখে দুই বছর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২৪ লাখ ৫৪ হাজার ৯শ’ ২৪ টাকা ব্যয়ে নালার ওপর সেতুটি নির্মাণ করে। কিন্তু সেতু নির্মাণ হলেও, তার পশ্চিম পাশে সড়ক হয়নি। এ কারণে গ্রামবাসীর কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয় লোকজন। জামাল উদ্দিন নামে একজন গ্রামবাসী জানান, সেতুর ওপাশে আত্মীয়ের বাড়ি যাবো। কিন্তু কোন রাস্তা নেই। আগে তো নালা পাড় হতেও ভয় লাগত। এখন সেতু দিয়ে নালা পার হয়ে জমির আইল দিয়ে যেতে হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, সেতুটি ছিলো গ্রামবাসীর দীর্ঘদিনের চাওয়া। অনেক চেষ্টার পর তা নির্মান হয়েছে। কিছুদিন আগেও সড়ক তৈরির জন্য লোক লাগিয়েছিলাম। কিন্তু তা পুরোপুরি হয়নি। কিছুদিনের মধ্যে আবার সড়ক তৈরির কাজ শুরু করবো। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সরকার এবং বিরামপুর উপজেলা চেয়ারম্যান রাজু আহমেদ উভয়েই সড়ক তৈরির উদ্যোগ নেবেন বলে জানান।