
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথিবীর বেশিরভাগ দেশই তাদের জিডিপি ধরে রাখতে পারেনি। অথচ বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২২৭০ ডলার। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই। বাংলাদেশ এখন বিদেশেও ঋণ দেয়, সেই পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে মঞ্জুরি দেয়। সেই সক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা লালন করার জন্য।
প্রতিমন্ত্রী বলেন, ৭৫-পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী চক্র সা¤প্রদায়িকতার অজুহাত দেখিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিল। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমানিত করতে চেয়েছিল। তারা আমাদের গর্ব ও অহংকারের জায়গা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার দুপুরে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯৪টি পূজা মন্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা, শাড়ি ও ধুতি উপহার দেওয়া হয়।