
ঢাকা : আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার দেশেও বৈদ্যুতিক গাড়ি চালানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ি আমদানির জন্য নীতিমালা তৈরির কাজও শুরু হয়েছে। বিশ্বের উন্নত দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় এই গাড়ি বাংলাদেশে কীভাবে চালানো যায় তা নিয়ে চলছে আলোচনা।
দেশের বিদ্যুৎ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে। তারা বলছে, বৈদ্যুতিক গাড়ি আমদানির পূর্ব প্রস্তুতি হিসেবে এ সংক্রান্ত কাজগুলো আগেভাগেই সম্পন্ন করে রাখতে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে রবিবার একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বৈদ্যুতিক গাড়ি আমদানি সংক্রান্ত এ নির্দেশনা দেওয়া হয়।
ভার্চুয়াল এই বৈঠকে সভাপতির বক্তব্যে বৈদ্যুতিক গাড়ি আমদানির বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং নীতিমালা যেন গ্রাহকবান্ধব হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান বিশ্বে অন্যতম আলোচিত বিষয় হলো এই বৈদ্যুতিক গাড়ি।
বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক নির্দেশিকা-শীর্ষক এই ভার্চুয়াল সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে। এই বিপ্লবের গতিপথ পাল্টে দেবে নিরাপদ, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি। পাশাপাশি বর্তমান দুনিয়ার সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো পরিবেশ রক্ষা। তাই পরিবেশের ভারসাম্য রাখার স্বার্থে আগামীতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এ অবস্থায় প্রত্যেক বিতরণ কোম্পানিতে বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক টিম রাখার নির্দেশ দেন নসরুল হামিদ।
বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন (অব.), স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।