
ঢাকা : ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে এয়ার বাবল চুক্তির অধীনে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতি রবিবার, বুধবার ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
সব ধরণের ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চেন্নাইয়ের ওয়ান ওয়ের ন্যূনতম ভাড়া ১২ হাজার ৩শ’ ৯৯ টাকা এবং ফিরতি ভাড়া ১৯ হাজার ৮শ’ ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
১শ’ ৬৪ আসনের বোয়িং ৭শ’ ৩৭-৮শ’ এয়ারক্রাফট দিয়ে এ রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বহরে চারটি বোয়িং ৭শ’ ৩৭-৮শ’ ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬শ’সহ মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে। চেন্নাই ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।
করোনাভাইরাসের কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কলকাতা, ব্যাংকক, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে। এছাড়া অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের কাছে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগিটিভ রিপোর্ট থাকতে হবে।
চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ছাড়া সব ভিসায় এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে যাওয়া যাবে।