
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও হরিপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার ঠাঁকিঠুকি ও খোলড়া গ্রামের তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- মমিতা রাণী (৪০) ও মনিকা খাতুন (২৩)। মমিতা রাণী উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের ঠাঁকিঠুকি গ্রামের মানিক চক্রবর্তীর স্ত্রী ও মনিকা খাতুন ৫ নম্বর সদর ইউনিয়নের খোলড়া গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে সাপে কামড় দিলে মমিতা রাণীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার দিনগত রাতে মানিকা খাতুনকে সাপের কামড় দেয়। পরে স্বজনরা চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব সাপের কামড়ে দুই নারীর সত্যতা নিশ্চিত করেছেন।