
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের নাম রাজু ইসলাম ও সাজ্জাদ হোসেন সাজ্জাদ। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আলমগীর গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ভূল্লী মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে রংপুরে রেফার্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম।
স্থানীয়রা জানান, নিহত রাজু ইসলাম সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ইসমাইল হোসেনের ছেলে ও সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার নেহালপাড়া এলাকার সালাউদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি কোচকে সদর উপজেলার ভূল্লী মুন্সিরহাট বাজারে পেছন থেকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে আহত একজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করেন।