
মিরর স্পোর্টস : আইপিএলের দ্বিতীয়পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস আর পাঞ্জাব কিংস। দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল, রাজস্থানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েই একাদশ সাজিয়েছে রাজস্থান। প্রথমপর্বে ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে রাজস্থান। ৭ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তারা তালিকার ছয় নম্বরে। এক ম্যাচ বেশি খেলে তিন জয়ে সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাঞ্জাব।
রাজস্থান একাদশ
জশস্বী জাসওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন, লিয়াম লিভিংস্টোন, মহিপাল লমরর, রিয়ান পরাগ, রাহুল তেয়াতিয়া, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগি।
পাঞ্জাব একাদশ
লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, দীপক হুদা, ফ্যাবিয়েল অ্যালেন, আদিল রশিদ, ইশান পুরেল, হারপ্রিত ব্রার, অর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামি।