
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি করেছে জেলার ‘ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে র্যালিটি শুরু হয়। সংগঠনের সদস্যরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে মিলিত হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। এতে নেতৃত্ব দেন দিনাজপুরে ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু ও সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু।
এ সময় সভাপতি বলেন, ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকে এই সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাবার বিতরণ, করোনার এই দুর্যোগে সব সময় মানুষের পাশে থেকে সহযোগীতা করে আসছে। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, ত্রাণ বিতরণ, মাস্ক ও হ্যান্ট স্যানিটাইজার বিতরণ করেছে। শুধু তাই নয়, ওমেন্স বাইকারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে নারীদের স্কুটি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করেছে।
র্যালীতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সেতারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলি আক্তার পিংকি, কোষাধ্যক্ষ বিলকিছ আরা, প্রচার সম্পাদক মাহমুদা আক্তার বনানী, সদস্য ইসরাত জাহান সাথি, সহিদা খাতুন, জেসমিন, শাম্মি, সবিতা রায়, গুলনেহার বেগম মিতু, লিমনা আক্তার লিটিল, সাদিয়া রেজু প্রমুখ।