
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : ছবি তুলতে গত ১৬ আগস্ট বাড়ি থেকে বের হয়েছিল দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার দুই কিশোরী বান্ধবী। এরপর থেকেই নিখোঁজ তারা। নিখোঁজের ২৬ দিন পর রবিবার (১২ সেপ্টেম্বর) দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, ‘১৬ আগস্ট বিকালে বাড়ি থেকে বের হয়ে দুই কিশোরী ছবি তুলতে হিলির উদ্দেশে রওনা হয়। এরপরে তারা দুজনেই সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের অভিভাবকরা আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ১৮ আগস্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। রবিবার অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার পল্লবী এলাকা থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। তাদের দুজনকে ঢাকা থেকে থানায় আনা হচ্ছে, প্রক্রিয়া শেষে দুইজনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।’