
মিরর স্পোর্টস : সিলেট স্ট্রাইকার্সের ১৭৪ রানের লক্ষ্য তাড়া করছে ফরচুন বরিশাল। ইনিংসের অষ্টম ওভারে পেসার রেজাউর রহমান রাজার হাতে বল তুলে দেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ওভারে রাজা বেশ ভালোই করেন। প্রথম বলে ইব্রাহিম জাদরান বাউন্ডারি হাঁকানোর পরও সবমিলিয়ে ৮ রান দেন ডানহাতি এই পেসার। নিজের পরের ওভারে অবশ্য বেদম মার খান রাজা। সাকিব আল হাসানের একটি করে চার-ছক্কা আর ইব্রাহিম জাদরানের এক ছক্কায় ওই ওভারে ২০ রান তুলে নেয় বরিশাল।
তবে রাজা ভেঙে পড়েননি। বিরতি দিয়ে আবার ১৪তম ওভারে তাকে আক্রমণে আনেন মাশরাফি। এবার বল হাতে চমক রাজার। এক ওভারে সাকিব-জাদরানের সেই মারের প্রতিশোধ যেন নিয়ে নেন তরুণ এই পেসার।
সাকিব-জাদরান দুজনই ছিলেন সেট ব্যাটার। ওভারের তৃতীয় বলে ৪২ করা জাদরানের স্টাম্প উড়ান রাজা। ষষ্ঠ বলে কুপোকাত সাকিবও। মারমুখী সাকিবকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন রাজা। চোখে লেগে থাকার মতো ডেলিভারি দুটিই। রাজার এক ওভারের ওই ঝড়ে চাপে পড়েছে বরিশাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ বলে তাদের দরকার ৫৪ রান।