
মিরর ডেস্ক : ইংল্যান্ডে নিষিদ্ধ হতে পারে একবার ব্যবহারযোগ্য বা ওয়ানটাইম ইউজ প্লাস্টিকের প্লেট, কাপ ও চামচ-ছুরি। মন্ত্রীরা বলেছেন, এই পদক্ষেপটি আবর্জনা কমাতে এবং মহাসাগরে প্লাস্টিকের বর্জ্যের পরিমাণ হ্রাস করতে সহায়তা করবে। এমন একটি আইন দেশটির সংসদে এসেছে তবে এখনো পাশ হয়নি। শনিবার (২৮ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, তবে পরিবেশবাদীরা এতটুকুতে খুশি নন। তারা বলেছেন, আরও জরুরি এবং ব্যাপক পদক্ষেপ নেওয়া দরকার। এদিকে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডও ইতিমধ্যেই একক ব্যবহারের প্লাস্টিক কাটলারি নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে।
ইংল্যান্ডের সরকারি তথ্য মতে, গড়ে ইংল্যান্ডের প্রতিটি ব্যক্তি প্রতি বছর ১৮টি একক ব্যবহারের প্লাস্টিকের প্লেট এবং ৩৭টি এমন ধরনের প্লাস্টিকের আইটেম ব্যবহার করে। তবে এই এনভায়রনমেন্ট বিল এখন পার্লামেন্টের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখনও আইন হয়নি।