
মিরর ডেস্ক : আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি”র দিকে নজর রাখার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কমিটিকেই মঙ্গলবার (৩১ আগস্ট) বিশেষ নির্দেশ দেন তিনি।
এ মুহূর্তে ভারতের তালিকার শুরুরদিকে রয়েছে, আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরানো নিশ্চিত করা। সময়সীমার এক দিন আগেই, ৩১ আগস্ট মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পূর্ণ হওয়ার পরেও আফগানিস্তানে আটকে থাকা ভারতীয় ছাড়াও যে আফগানরা ভারতে আসতে চান, তাদের ভারতে আনার কাজে জোর দিতে বলেছেন নরেন্দ্র মোদি।
শেষ দুই দশকে ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সে দেশের মানবসম্পদ এবং পরিকাঠামো শিল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ভারত। বেশ কয়েক দিন ধরেই নিয়মিত ভাবে বৈঠক করছে ওই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদ ফেরানো, পালিয়ে আসতে ইচ্ছুক এমন আফগান নাগরিকদের (বিশেষ করে সংখ্যালঘুদের) ভারতে নিয়ে আসা এবং ভারত-বিরোধী কাজে আফগানিস্তানের মাটি ব্যবহার রোধ করার মতো বিষয়গুলি নিশ্চিত করছে ওই কমিটি”। কমিটিতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।