
মিরর ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) অপূরণীয় ক্ষতি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার কর্মকর্তা ভ্লাদিমির সলোভিমোভ। তিনি বলেছেন, মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও যন্ত্রপাতির কারণে এটি ঘটতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, আইএসএস-এ রাশিয়ার অংশের ইন-ফ্লাইট ব্যবস্থার অন্তত ৮০ শতাংশ মেয়াদোত্তীর্ণ হয়েছে। মহাকাশ স্টেশনে ছোট ফাটল দেখা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তা বড় হতে পারে বলে মনে করছেন তিনি।
জানা গেছে, ১৯৯৮ সালে নির্মাণ করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ১৫ বছরের জন্য এর নকশা করা হয়েছিল। রাশিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশের যৌথ প্রকল্প এটি।
সূত্র: আল-জাজিরা